ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

ফটোস্টোরি: ব্যবহৃত প্লাস্টিকের চাহিদা বেড়েছে

  ইলিয়াস সাজু , ফটো করেসপন্ডেন্ট

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ১৭:১৩  
আপডেট :
 ০৫ অক্টোবর ২০২২, ১৭:২০

ফটোস্টোরি: ব্যবহৃত প্লাস্টিকের চাহিদা বেড়েছে

ঢাকার আশে পাশের ভাঙ্গারির দোকানগুলোতে ভাঙা বা ব্যবহৃত প্লাস্টিকের চাহিদা বেড়েছে।

নিম্ন আয়ের মানুষ এখান থেকে প্লাস্টিক কেজি বা টন হিসেবে সংগ্রহ করে বিভিন্ন প্লাস্টিক ফ্যাক্টরিতে বিক্রি করে থাকে।

কারখানার শ্রমীকরা প্লাস্টিকগুলো ভালোভাবে পরিষ্কার করে, ধুয়ে রোদে শুকিয়ে নেয়।

বিভিন্ন রঙ অনুযায়ী আলাদা আলাদা করে প্লাস্টিকগুলো কার্টার মেশিনে কুঁচি কুঁচি করে কেটে দানা তৈরি করতে দানা তৈরির মেশিনে পাঠিয়ে দেয়।

প্লাস্টিকের কুঁচি বা ফ্লেক্সগুলো দানা তৈরির মেশিনে দিয়ে প্রথমে সুতা তৈরি করতে হয়। এর পর সুতা গুলো ঠাণ্ডা করে একই মেশিনে ছোট ছোট করে কেটে দানা আকারে তৈরি করা হয়। তারপর প্লাস্টিকের পণ্য তৈরির কাঁরখানায় এই প্লাস্টিক দানা বিক্রি করে থাকে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত