ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

রেফারিকে ঘুষি মেরে ফুটবলার নিষিদ্ধ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ মার্চ ২০২১, ১৬:৩৩

রেফারিকে ঘুষি মেরে ফুটবলার নিষিদ্ধ
প্রতীকী ছবি

গুয়াতেমালার তৃতীয় বিভাগের ক্লাব সান লোরেঞ্জো জোগো ফুটের খেলোয়াড় এরিক অ্যান্থনি গার্সিয়া রেফারিকে ঘুষি মারার কারণে ৫ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। লিগ ডিসিপ্লিনারি কমিটি একই সঙ্গে গার্সিয়াকে ১০৮ ইউরো জরিমানাও করেছে।

গত রোববার সান মারকোসে টিবিউরোনস এফসির বিপক্ষে ম্যাচের ৭২ মিনিটে গার্সিয়াকে একটি ফাউলের অপরাধে লাল কার্ড দেখানো হয়। প্রথমে সতীর্থরা মিলে এর প্রতিবাদ করলেও হঠাৎ করেই গার্সিয়া দায়িত্বরত রেফারির দিকে হেঁটে গিয়ে তার মুখে ঘুষি মারেন।

পুরো ঘটনাটি মাঠে উপস্থিত এক সমর্থক তার মোবাইল ফোনে রেকর্ড করেন এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহের মতো তৃতীয় বিভাগের কোনো খেলোয়াড়কে শাস্তি দিতে বাধ্য হলো লিগ ডিসিপ্লিনারি কমিটি।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি দিপোর্তিভো সান লোরেঞ্জোর বিপক্ষে ম্যাচে অশোভন আচরণের দায়ে বাতানকোস এফসি রসবিন রামোসকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ ও ১৬৩ ইউরো জরিমানা করা হয়েছিলো।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত