ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

নাদালকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে মেদভেদেভ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২১, ২০:৩০

নাদালকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে মেদভেদেভ

রাফায়েল নাদালকে পেছনে ফেলে আবারো এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর স্থানটি দখল করে নিয়েছেন রাশিয়ান তারকা ডানিল মেদভেদেভ। এই প্রথমবারের মত শীর্ষ ৩০ র‌্যাঙ্কিংয়ে কোন মার্কিন খেলোয়াড় অন্তর্ভূক্ত হতে পারেননি।

গত সপ্তাহে মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে আলেক্সান্দার জেভরেভের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলেন স্প্যানিশ তারকা নাদাল। পরবর্তীতে জার্মান তারকা জেভরেভই চ্যাম্পিয়ন হন। তিন বছরে প্রথম মাস্টার্স শিরোপা জয় করা জেভরেভ র‌্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানটি ধরে রেখেছেন। নাদালের সাম্প্রতিক ফর্ম আসন্ন ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ১৪তম শিরোপা জয়ের পথকে প্রশ্নের মুখে ফেলেছে। এবারের রোলা গ্যাঁরোতে শিরোপা জিততে পারলে একইসাথে তিনি রজার ফেদেরারের সর্বকালের সর্বোচ্চ ২০টি স্ল্যাম জয়ের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারবেন।

১৯৭৩ সালে এটিপি র‌্যাঙ্কিং প্রবর্তিত হবার পর এই প্রথমবারের মত শীর্ষ ৩০’এ কোন মার্কিন খেলোয়াড় প্রবেশ করতে পারেননি। এবারের প্রকাশিত তালিকায় সর্বোচ্চ র‌্যাঙ্কধারী মার্কিন খেলোয়াড় হিসেবে টেইলর ফ্রিটজ ৩১তম স্থান নিশ্চিত করেছেন।

মাদ্রিদ ওপেন রানার্স-আপ ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি এক ধাপ উপরে উঠে নবম স্থান নিশ্চিত করেছেন।

এটিপি শীর্ষ ১০ বিশ্ব র‌্যাঙ্কিং:

১. নোভাক জকোভিচ (সার্বিয়া) ১১৪৬৩ রেটিং পয়েন্ট

২. ডানিল মেদভেদেভ (রাশিয়া) ৯৭৮০

৩. রাফায়েল নাদাল (স্পেন) ৯৬৩০

৪. ডোমিনিক থিয়েম (অস্ট্রিয়া) ৯৬৩৫

৫. স্টিফানোস টিসিটসিপাস (গ্রীস) ৭৬১০

৬. আলেক্সান্দার জেভরেভ (জার্মানী) ৬৯৪৫

৭. আন্দ্রে রুবলেভ (রাশিয়া) ৬০০০

৮. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৫৭৮৫

৯. মাত্তেও বেরেত্তিনি (ইতালি) ৪০৪৮

১০. দিয়েগো শুয়ার্টজম্যান (আর্জেন্টিনা) ৩৭৬৫

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত