ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

মায়ের জন্য ক্রিকেটে ফিরলেন শাহাদাত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২১, ১৬:৩৯

মায়ের জন্য ক্রিকেটে ফিরলেন শাহাদাত

নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পর দীর্ঘ ১৮ মাস বিরতি শেষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন জাতীয় দলের হয়ে খেলা আলোচিত পেসার শাহাদাত হোসেন রাজিব। চলমান ডিপিএলের তৃতীয় রাউন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

ক্যান্সারাক্রান্ত মায়ের চিকিৎসার জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আকুতি জানিয়েছিলেন জাতীয় দলের হয়ে খেলা আলোচিত পেসার শাহাদাত হোসেন রাজিব। তার সেই হৃদয়স্পর্শী আবেদনে সাড়া দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে আজ ২ ওভার বল করার সুযোগ পান শাহাদাত। ১৮ মাস পর বল হাতে নেমে শুরুটা ভালো হয়নি তেমন। ২ ওভারে ১৬ রান দিয়েছেন শাহাদাত। পাননি কোনো উইকেট।

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে ক্রিকেট আঙিনায় ব্রাত্য হয়ে পড়েছিলেন শাহাদাত। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জেলও খাটতে হয়। ২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগ চলাকালে সতীর্থ এক ক্রিকেটারের গায়ে হাত তুলে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পান তিনি।

তবে আবেদনের প্রেক্ষিতে এ বছর শাহাদাতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফিটনেস টেস্টে চমক দেখিয়েছিলেন, তাই এনসিএল দিয়ে মাঠে ফিরতে পারতেন আরও আগেই। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যাওয়ায় জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরে খেলার সুযোগ পাননি। তাই শাহাদাতের মাঠে ফিরতে কিছুটা বিলম্ব হল।

বাংলাদেশের হয়ে ৩৮টি টেস্ট, ৫১টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহাদাত। টেস্টে ৭২, ওয়ানডেতে ৪৭ ও টি-টোয়েন্টিতে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ২০১৫ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এই ক্রিকেটারকে।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত