ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চ্যাম্পিয়ন হওয়ার পথে নিউজিল্যান্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২১, ২১:১৪  
আপডেট :
 ২৪ জুন ২০২১, ০৪:১২

চ্যাম্পিয়ন হওয়ার পথে নিউজিল্যান্ড
সংগৃহীত ছবি

বৃষ্টিতে ২ দিন মাঠেই গড়ায়নি খেলা। মাঝে ২ দিন মাঠে গড়ালেও পুরো দিনেরটা শেষ করা যায়নি। তখন অনেকেই মনে করেছিলো নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। তবে ড্র হওয়ার সেই জোরালো সম্ভাবনাটা এখন দুর্বল হতে চলেছে।

নিউজিল্যান্ডের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় ইনিংসে বিপাকে পড়ে ভারত। ১৭০ রানে অলআউট তারা। চ্যাম্পিয়ন হতে কিউইদের লাগবে ১৩৯ রান। শেখ খবর পাওয়া পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান সংক্রহ করেছে কিউইরা। হাতে আছে এখনও ৪০ ওভার। প্রয়োজন মাত্র ১০৯ রান।

এদিকে দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে বিরাট কোহলি ১৩, চেতেশ্বর পুজারা ১৫, আজিঙ্কা রাহানে ১৫, জাদেজা ১৬, ঋষভ পান্ত ৪১ এবং মোহাম্মদ শামি ১৪ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৪ এবং ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ২১৭ রান করেছিলো ভারত। জবাবে অবশ্য নিউজিল্যান্ডও খুব বেশিদুর যেতে পারেনি। তারা অলআউট হয়েছে ২৪৯ রানে।

উল্লেখ্য, সাউদাম্পটনের এজবাস্টনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ৬ষ্ঠ দিন চলছে। আইসিসি আগেই ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে হিসেবে রেখেছিল। বৃষ্টির কারণে সেটাকেই কাজে লাগাতে হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত