ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বিশাল লক্ষ্য তাড়ায় ধীর ব্যাটিং টাইগারদের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৯:২২

বিশাল লক্ষ্য তাড়ায় ধীর ব্যাটিং টাইগারদের

ঘরের মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করলো জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে মাত্র ৫ উইকেট হারিয়ে করেছে ১৯৩ রান। এর আগে ২০১২ সালে হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২ উইকেটে তারা করেছিল ২০০ রান। ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা স্বাগতিকদের মতো ভালো করতে পারেনি বাংলাদেশ। বৃত্তের সুবিধা কাজে লাগিয়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে ৬৩ রান তুলেছিল। যেখানে বাংলাদেশ পেয়েছে ৫০ রান। এখানেই টাইগাররা ১৩ রানে পিছিয়ে ছিলো। তবে দুই দল হারিয়েছে ১টি করে উইকেট।

দলীয় ২০ রানে প্যাভিলিয়নে ফিরে যায় নাঈম শেখ। এরপর ক্রিজে এসে ভালো কিছু করার আভাষ দেয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ ছিলো সাকিব। ১৩ বলে ২৫ রান করে সাকিব যখন প্যাভিলিয়নে ফিরে যায় তখন বাংলাদেশ রান ৭০। এরপর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে বাংলাদেশের স্কোর বড় করছে সৌম্য সরকার। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯০ রান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৯০/২ (১০ ওভার)

টার্গেট:১৯৪

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাবা, ডিয়ন মায়ার্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংউই, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/

  • সর্বশেষ
  • পঠিত