ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

এক বছরের জন্য নিষিদ্ধ তিন লঙ্কান ক্রিকেটার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১১:৪৭

এক বছরের জন্য নিষিদ্ধ তিন লঙ্কান ক্রিকেটার

করোনা প্রাদুর্ভাবে কোণঠাসা সারাবিশ্ব। তবে জৈব সুরক্ষার বলয়ের মাধ্যমে মাঠে ফিরেছে ক্রিকেট। সেই জৈব সুরক্ষা বলয় ভাঙার কারণে বড় শাস্তি পেল শ্রীলঙ্কার তিন ক্রিকেটার- ধানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস ও নিরোশান ডিকেভেল্লার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই তিন ক্রিকেটারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। পাশাপাশি ছয় মাস খেলতে পারবে না ঘরোয়া ক্রিকেটও। এ ছাড়া এক কোটি নগদ অর্থও জরিমানা করা হয়েছে।

শুধু তাই নয়, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরের দুই বছরের মধ্যে বোর্ডের কোনো নিয়ম ভাঙলে আন্তর্জাতিক ক্রিকেটে আরো দুই বছরের জন্য নিষেধাজ্ঞায় পড়বেন তারা। তবে শাস্তির সময়টা বোর্ডের অধীনে চিকিৎসকের কাছে কাউন্সেলিং করতে হব এই তিন ক্রিকেটারকে।

উল্লেখ্য, গত মাসে ইংল্যান্ড সফরে ডারহামে জৈব সুরক্ষা বলয় ভাঙার পর দ্রুতই এ তিন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। সাময়িক বহিষ্কার করে রাখা হয়। এরপর দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। যারা কঠোর শাস্তির সুপারিশ করেছিলেন।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/কেআই

  • সর্বশেষ
  • পঠিত