ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

রোববার ট্রাকে নামবে জহির রায়হান

  স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ২১:৪৪

রোববার ট্রাকে নামবে জহির রায়হান

টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত অংশ নেয়া পাঁচ ক্রীড়াবিদ সবাই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে বিদায় নিয়েছেন। দুই আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী এবং দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ অলিম্পিক গেমসের মতো আসরে নিজেদের সেরাটা দিয়েছেন। নিভু নিভু জ্বলেছেন বাকীও। এবার বাংলাদেশের শেষ প্রতিযোগী অ্যাথলেট জহির রায়হানের পালা।

রোববার (১ আগস্ট) সকালে বাংলাদেশ সময় সকাল ৮টা ১ মিনিটে ৪০০ মিটার স্প্রিন্টের হিটে অংশ নেবেন লাল সবুজের এই অ্যাথলেট।

২৯ বছর পর অলিম্পিকে বাংলাদেশের কোনো অ্যাথলেট অংশ নিচ্ছেন ৪০০ মিটারে। এর আগে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে ৪০০ মিটারে অংশ নিয়েছিলেন মেহেদী হাসান। তারও আগে ১৯৮৮ সিউল অলিম্পিকে এ ইভেন্টে খেলেন মিলজার হোসেন। তাদেরই উত্তরসূরী জহির রায়হান।

রোববার ৩ নম্বর হিটে দুই নম্বর লেনে দৌড়াবেন তিনি। বারবাডোস, ব্রাজিল, জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, কঙ্গো, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের অ্যাথলেট রয়েছেন জহিরের হিটে। ট্র্যাকে নামার আগে শনিবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে জহির রায়হান বলেন, ‘অলিম্পিকে আমি ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করতে চাই।’ এখনও পর্যন্ত জহির রায়হানের সেরা টাইমিং ৪৭.৩৪ সেকেন্ড।

এর আগে ২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন জহির। জহিরের ১৯ বছর আগে ১৯৯৮ সালের বিশ্ব যুব গেমসে ১০০ মিটারে আব্দুল্লাহ হেল কাফি সবশেষ বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছিলেন কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে। এবার কাফি কোচ হিসেবে আছেন জহিরের সঙ্গে। কাফিকে সঙ্গে পেয়েই আরো বেশি অনুপ্রাণিত জহির চাইছেন নিজেকে ছাড়িয়ে যেতে।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত