ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

লড়ছেন মাহমুদুল্লাহ-সাকিব

  স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৮:৪৪

লড়ছেন মাহমুদুল্লাহ-সাকিব

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টসে জিতে টাইগারদের ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাথু ওয়েড। ব্যাট করতে নেমে ৭ ওভারে মাত্র ৩৭ রানে সাজঘরে দুই ওপেনার সৌম্য সরকার ও নাইম শেখ। এখন সাকিব ও মাহামুদউল্লাহর ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৮ রান।

মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অসিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরের এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।

অজি পেসার মিচেল স্টার্ক গতির ঝড় তুলবেন এটা আগে থেকেই জানা ছিল। প্রথম বলটিই করেছিলেন ১৪৩ কিলোমিটার গতিবেগে! নাঈম ব্যাট চালিয়েছিলেন কিন্তু বল ক্রস করে চলে যায় উইকেটরক্ষকের হাতে। পরের বলেই মিড উইকেট অঞ্চল দিয়ে হাওয়ায় ভাসিয়ে ছয়ে পরিণত করলেন নাঈম। বাংলাদেশের রানের শুভসূচনা হলো ৬ দিয়ে। তবে ইনিংস বড় করতে ব্যর্থ ছিলো সৌম্য সরকার।

৯ বলে মাত্র ২ রান করে জস হ্যাজলউডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য। হ্যাজলউডের বলে একটু সরে জায়গা করে নিয়ে কাট করতে গিয়েছিলেন সৌম্য। কিন্তু দক্ষ হ্যাজলউড বুঝতে পেরে জায়গা নিতে দেননি; থার্ডম্যান অঞ্চল দিয়ে বল পাঠাতে চাইলেও বল লাগে মিডল স্ট্যাম্পে। সৌম আউটের কিছুপরে ফিরে যায় নাঈম শেখও। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫৮/২ (১০ ওভার) ব্যাটিং: ( সাকিব ১৫*, মাহামুদউল্লাহ৭*)

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত