ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

অজি শিবিরে শুরুতেই মেহেদীর আঘাত

  স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১৮:১২  
আপডেট :
 ০৪ আগস্ট ২০২১, ১৮:১৯

অজি শিবিরে শুরুতেই মেহেদীর আঘাত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। তবে গত ম্যাচের মতই দ্বিতীয় টি-টোয়েন্টিতে অজিদের শুরুটা হয় বাজেভাবে। বাংলাদেশের হয়ে শুরুতে বল করতে আসেন শেখ মেহেদী হাসান। প্রথম ওভারে এই স্পিনার কোন রান নিতে দেননি অ্যালেক্স ক্যারিকে। গত ম্যাচে অজি শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদী। আজও সেই মেহেদী আউট করলেন ওপেনার অ্যালেক্স ক্যারিকে। মেহিদীর বলে নাসুমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যায় অ্যালেক্স। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করেন ১১ বলে ১১ রান।

বুধবার (৪ আগস্ট) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যা ৬ টায় মাঠে নামে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩ রান।

অসিদের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম জয়ে ফুরফুরে মেজাজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি দ্বিতীয় ম্যাচ জয়ে মুখিয়ে আছে।

সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচেও আগের ম্যাচের একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপে, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/ বিএইচ

  • সর্বশেষ
  • পঠিত