ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

১০ ওভারে অজিদের সংগ্রহ ৫৩

  স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১৮:৫০

১০ ওভারে অজিদের সংগ্রহ ৫৩

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টাইগার বোলারদের তোপের মুখে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলো অজিরা। তবে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ঘরের মাঠে দাপট দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা। ইতিমধ্যে ম্যাচের ১০ ওভার শেষ হয়েছে কিন্তু স্কোর বোর্ডে মাত্র ৫৩ রান যোগ করতে পেরেছে সফরকারীরা।

বুধবার (৪ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালেক্স ক্যারি ও জশ ফিলিপে। ম্যাচের দ্বিতীয় ওভারেই শেখ মেহেদীর বলে প্যাভিলিয়নে ফিরে যায় অ্যালেক্স ক্যারি। প্রথম ম্যাচেও ক্যারির উইকেট নিয়েছিলো মেহেদী। আউট হওয়ার আগে এই ওপেনার করে ১ বলে ১১ রান।

এরপর অজি শিবিরে দ্বিতীয় আঘাত হানে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টাইগার এই পেসার সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠায় জশ ফিলিপেকে। যার ফলে দলীয় ৩১ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে অস্ট্রেলিয়া। তবে ক্রিজে এসে আবারো রানের চাকা সচল করে মিচেল মার্শ ও মোয়াসেস হেনরিকস। তাদের ব্যাটিংয়ে এগুচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত