ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

৭৪ বছর পর ফিরেই ব্রেন্টফোর্ডের চমক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ০৪:২৪

৭৪ বছর পর ফিরেই ব্রেন্টফোর্ডের চমক

৭৪ বছর পর ফিরেই ইপিএলের উদ্বোধনী ম্যাচে আর্সেনালকে হারালো ব্রেন্টফোর্ড। মিডলসেক্সের ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামে আর্সেনাল।

ম্যাচের শুরু থেকেই আর্সেনালের উপর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রেন্টফোর্ড। যারফলে ম্যাচের ১২ মিনিটেই গোলের দেখা পেতো ব্রেন্টফোর্ড। তবে সেই সুযোগ কাছে লাগতে পারেনি তারা। এমবুয়েমোর নেয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় ব্রেন্টফোর্ড।

কিন্তু হাল ছাড়েনি ব্রেন্টফোর্ড। ম্যাচের ২২ মিনিটে গোলের দেখা পায় তারা। সার্জি ক্যানোসের গোলে শুরুতেই এগিয়ে যায় ৭৪ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ব্রেন্টফোর্ড। এরপর একাধিক চেষ্টা করেও প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি আর্সেনাল। তবে প্রথমার্ধে অনেক সুযোগ পেয়েও কল আবেদন দ্বিগুণ করতে পারেনি ব্রেন্টফোর্ড। যার ফলে ১-০ গোল ব্যবধানে দুই দল বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে বিরতি থেকে ফিরে অনেক সুযোগ মিস করছে আর্সেনাল। নিজের কাছে বল দখলে রেখে একাধিক চেষ্টা করছে গোলের জন্য। এদিন আর্সেনালের ভাগ্য ছিলো না গোল। যার ফলে ম্যাচের ৭৩ মিনিটে উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে আর্সেনাল। ৭৩ মিনিটে ব্রেন্টফোর্ডের হয়ে গোলটি করেন ক্রিস্তিয়ান নরগার্ড।

ম্যাচের ৬৫ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয় আর্সেনাল। যার মধ্যে মাত্র ৪টি ছিল ব্রেন্টফোর্ডের গোল বরাবর। তবে একটি বলও জালে ঝড়াতে পারেনি তারা। যার ফলে ৭৪ বছর পর ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগে ফিরেই জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রেন্টফোর্ড।

এদিকে শেষবার ১৯৪৬ ও ১৯৪৭ মৌসুমে ইংল্যান্ডের সর্বোচ্চ বিভাগের ফুটবলে অংশগ্রহণ করেছিল ব্রেন্টফোর্ড। এরপর ৭৪ বছর পর আবারও ফিরেছে ক্লাবটি।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এমএম

  • সর্বশেষ
  • পঠিত