ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

বিশ্বকাপে দেখা যেতে পারে বিল্পবকে!

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩

বিশ্বকাপে দেখা যেতে পারে বিল্পবকে!

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে আছেন স্পিনার আমিনুল ইসলাম বিল্পব। চমক যদি কিছু থেকে থাকে সেটা বিপ্লবের অন্তর্ভুক্তি। খেলার মধ্যে নেই, অনুশীলন-ই একমাত্র পথ। যদি বিশ্বকাপের ম্যাচে বিপ্লবকে দেখা যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। স্পিন কোচ রঙ্গনা হেরাথের সাথে এই সেশন কি সেটারই ইঙ্গিত দেয়?

ঐচ্ছিক অনুশীলনে বল করেছেন বিপ্লব। মিরপুর ইনডোর মাঠে মুশফিককে টানা বল করেছেন এই লেগি। আর তা পরখ করেছেন রঙ্গনা হেরাথ। বিশ্বকাপে লেগ স্পিনের কার্যকারিতা বিবেচনায় ভারত, পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আছে লেগ স্পিনার।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দেখা যেতে পারে বিপ্লবকে। এক ম্যাচ বাজিয়ে দেখতেই পারে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সংবাদ সম্মেলনে লেগ স্পিনার প্রসঙ্গ এসেছে শুরুতেই। প্রধান নির্বাচক নান্নু জানান, দলের পরিকল্পনার সাথে না মেলায় নেই বিপ্লব।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/আর

  • সর্বশেষ
  • পঠিত