ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

পাইলট মানেই অনিশ্চয়তার দোলাচল

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮

পাইলট মানেই  অনিশ্চয়তার দোলাচল

পচা শামুকে পা ইচ্ছে করেই কাটতে চলেছেন খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্বচ্ছ, এই অভিযোগে ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেয়া খালেদ মাসুদ পাইলট আসতে চলেছেন নির্বাচন প্রক্রিয়ায়। কাউন্সিলরশিপের মনোনয়ন জমা দিয়েছেন, ভোটাররা চাইলে অংশ নেবেন নির্বাচনে।

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায় পাইলট জানান, 'এখনো কোন কিছুই ঠিক হয় নি। আমি মনোনয়ন জমা দিয়েছি। গতবারও কাউন্সিলর ছিলাম। নির্বাচন তখনই করবো যদি ভোটাররা চায়। রাজশাহীর একটি অংশ চায়, আমি বিসিবিতে আসি।'

এখনো দোটানায় পাইলট। তবে শেষমেশ নির্বাচন করলে অবাক হওয়ার কিছু থাকবে না। পাইলট মানেই যে অনিশ্চয়তার দোলাচল।

বাংলাদেশ জার্নাল/আইএইচ

  • সর্বশেষ
  • পঠিত