ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

শিরোপা বজায় রাখার চ্যালেঞ্জ মোহামেডানের

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৪

শিরোপা বজায় রাখার চ্যালেঞ্জ মোহামেডানের

ভেপু আর বাদ্যযন্ত্রের তালে তালে হকির দলবদল করছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। আশা করা হচ্ছে এ দলবদলের কারনে মোহামেডানের আগ্নেয়াস্ত্র আরো শক্তিশালী হবে। এবারও প্রিমিয়ার হকিতে শিরোপার জন্য দল গড়েছেন বলে জানান কোচ মওদুদুর রহমান শুভ। তার কথায়, ‘আমরা ভারসাম্যপূর্ণ দল গড়েছি। দলে বিদেশি আনার চেষ্টা করলেও তাদের জন্য আমরা বসে থাকিনি। শিরোপা জেতার জন্য দেশি খেলোয়াড়রাই যথেষ্ট।’

বুধবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ১৫ জনকে দলবদল করায় সাদা কালো শিবির।

চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে দলে রাখা হয়েছে নিয়মিত ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমিকে। একই দলে খেলবেন দেশের অন্যতম সেরা পেনাল্টি স্পেশালিষ্ট (পিসি) ও ডিফেন্ডার আশরাফুল ইসলাম। আবাহনীর ঘর ভেঙ্গে আশরাফুলের সঙ্গে আনা হয়েছে মাঝমাঠের সারোয়ার হোসেনকে।

আক্রমণভাগ শানাতে ঢাকা মেরিনার ইয়াংস থেকে টানা হয়েছে মাইনুল ইসলাম কৌশিক এবং ডিফেন্ডার সারোয়ার মোর্শেদ শাওনকে। যাকে মোহামেডান ছিনতাই করেছে বলে অভিযোগ ছিল মেরিনার্সের। অবশ্য আগের দিন দলবদলে এসে শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন মেরিনার্সের হকি কমিটির ম্যানেজার নজরুল ইসলাম মৃধা।

এ বিষয়ে মোহামেডানের হকি কমিটির ম্যানেজার ও সাবেক তারকা খেলোয়াড় আরিফুল হক প্রিন্স বলেন, ‘শাওন আমাদের খেলোয়াড়। মোহামেডানের হয়েই সে টোকেন জমা দিয়েছে।’

তিনি যোগ করেন, ‘আমরা এবারও শিরোপা জয়ের জন্যই খেলবো। সেই প্রত্যাশা নিয়েই ভাল দল গড়েছি।

শিরোপা জেতার জন্য প্রত্যয়ী রাসেল মাহমুদ জিমিও। তিনি বলেন, ‘মোহামেডান সব সময় শিরোপা জেতার জন্যই হকিতে দল গড়ে। গত আসরে (২০১৮) আমরা চ্যাম্পিয়ন ছিলাম। সেই শিরোপা ধরে রাখতে চাই।’ তিনি যোগ করেন, ‘এই মৌসুমে ক্লাব কাপ হকি ও প্রিমিয়ার লিগ- দু’টি শিরোপাই আমরা জিততে চাই।’

১৫ সদস্যের দলে ছয়জন জাতীয় দলের খেলোয়াড় রয়েছেন। এরা হলেন- রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, সারোয়ার হোসেন, মইনুল ইসলাম কৌশিক, প্রিন্স লাল সামন্ত ও খালেদ মাহমুদ রাকিন। এদের মধ্যে প্রথম চারজন নৌবাহিনীর।

মোহামেডানের দলবদলকৃত খেলোয়াড়- রাসেল মাহমুদ জিমি, অজিত কুমার ঘোষ, খালেদ মাহমুদ রাকিন, নাসির হোসেন, আশরাফুল ইসলাম, সারোয়ার হোসেন, মইনুল ইসলাম কৌশিক, তাহের আলী, আল আমীন, প্রিন্স লাল সামন্ত, রাজীব দাস, আহসান হাবিব বন্ধন, আজিজার, আমিরুল এবং সারোয়ার মোর্শেদ শাওন।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এমজে

  • সর্বশেষ
  • পঠিত