ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মোস্তাফিজকে ৬ লাখ রুপি জরিমানা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৪  
আপডেট :
 ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৪

মোস্তাফিজকে ৬ লাখ রুপি জরিমানা
ফাইল ছবি

স্লো ওভার রেটের অভিযোগে বড় ধরনের জরিমানার মুখে পড়েছে রাজস্থান রয়্যালস। সবেচেয়ে বেশি ২৪ লাখ রুপি জরিমানা গুণতে হয়েছে অধিনায়ক সাঞ্জু স্যামসনকে। এছাড়া একাদশে থাকা প্রত্যেককে ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি জরিমানা গুণতে হচ্ছে। মানে এই ম্যাচে খেলা মোস্তাফিজুর রহমানেরও পকেট কাটা পড়ছে।

এর আগে আমিরাত পর্বে পাঞ্জাব কিংসের বিপক্ষেই স্লো ওভার রেটের শাস্তি পান স্যামসন, তাকে গুণতে হয়েছিল ১২ লাখ রুপি। এবার তা বেড়ে দ্বিগুণ।

শনিবার জরিমানা হওয়া ওই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৩৩ রানে হারে রাজস্থান রয়্যালস।

ব্যাট করতে নেমে মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ উইকেটে ১৫৪ রান করে দিল্লি। ২২ রানে ২ উইকেট নেন কাটার মাস্টার। পরে স্যামসনের ৫৩ বলে ৭০ রানে অপরাজিত থাকলেও জয়বঞ্চিত হয় রাজস্থান। ৬ উইকেটে ১২১ রানে থামে তারা।

এদিকে আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তৃতীয় বার একই অপরাধ করলে ৩০ লাখ রুপি জরিমানাসহ এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন। সাথে দলের বাকিদের ম্যাচ ফির ৫০% অথবা ১২ লাখ রুপি জরিমানা করা হবে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত