ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সর্বোচ্চ উইকেটের রেকর্ড নিজের করে নিলেন সাকিব

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ২১:২৮  
আপডেট :
 ১৭ অক্টোবর ২০২১, ২১:৫৯

সর্বোচ্চ উইকেটের রেকর্ড নিজের করে নিলেন সাকিব
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি নিজের করে নিতে মাত্র দুই উইকেট দূরে ছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সে কাজটি সেরে ফেললেন সাকিব। রিচি বেরিংটন ও মিচেল লিসাকের উইকেট তুলে নিয়ে বিশ্ব রেকর্ডটি নিজের করে নিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষে আফসোস থেকে যায় সাকিবের। মাত্র ১টি উইকেট পেলেই তিনি ধরে ফেলতেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাকে।

কিন্তু সেই অপেক্ষা বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘ হয়েছিল। অবশেষে সাকিব পেছনে ফেলেছেন মালিঙ্গাকে। বিশ্বসেরা এই অলরাউন্ডার ১০৭ উইকেট নেয়া মালিঙ্গাকে টপকেও গেছেন।

স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলে প্রথমে রিচি বেরিংটনকে (২) এবং পরে চতুর্থ বলে মিচেল লিসাককে ফিরিয়ে ১০৮ উইকেট পূর্ণ করেন সাকিব।

সর্বোচ্চ উইকেট নেয়াদের এ তালিকায় ৯৯ উইকেট নিয়ে টিম সাউদি রয়েছেন তৃতীয় স্থানে। এছাড়া অবসরে যাওয়া শহীদ আফ্রিদি ৯৮ ও রশিদ খান ৯৫ উইকেট পেয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত