ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

অবশেষে শ্রীলঙ্কাকে পোড়ালেন মুশফিক

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২১, ১৮:০৭

অবশেষে শ্রীলঙ্কাকে পোড়ালেন মুশফিক
মুশফিকুর রহিম।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। শেষমেষ ৩৬ বলে ৫৭ রান করেছিলেন তিনি। এবার ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে সুপার টুয়েলভে এসে তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। ৩৬ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন এই টাইগার।

এর আগে বাছাই পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মুশফিকের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৮ রান। সেই ম্যাচে ৬ রানের জয় পায় স্কটল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নেমে ২৬ রানের জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। তবে সেদিন মুশফিকের ব্যাটে আসে ৪ বলে ৬ রান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় জয় পায় বাংলাদেশ কিন্তু সেই ম্যাচে মুশির ব্যাটে আসেনি আশানুরূপ রান। সেই ম্যাচে তিনি করেন ৮ বলে ৫ রান।

কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে টানা অফফর্মে থাকা মুশফিক জ্বলে উঠলেন বড় মঞ্চে, সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচে। শ্রীলঙ্কার বিপক্ষে ৩২ বল খেলে দারুণ এক হাফ সেঞ্চুরি তুলে নেন মুশি। তার ঝড়ো ফিফটিতে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে বাংলাদেশ।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত