ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

লিটনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৭:৫২

লিটনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল
লিটন দাস

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে টস ভাগ্য ছিলো বাংলাদেশের পক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা বাজে হয় বাংলাদেশের। দলীয় ১৪ রানেই সাজঘরে ফিরে যায় ওপেনার লিটন কুমার দাস। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের নামের পেছনে সুবিচার করতে পারেননি লিটন।

সুপার টুয়েলভের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জেতার খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে হারার কারণ হিসেবে ক্রিকেট প্রেমীরা লিটনকে দায় দিচ্ছে কারণ লঙ্কার বিপক্ষে দুই ব্যাটসম্যানের ক্যাচ মিস করেন লিটন। মূলত ওই ব্যাটসম্যান দুইজনই শ্রীলঙ্কাকে জয়ের বন্ধরে পৌঁছে মাঠ ছাড়ে। লঙ্কার বিপক্ষের সেই ম্যাচের পর থেকে সামাজাকি যোগাযোগ মাধ্যমে লিটনকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়।

আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পর দুই বাউন্ডারি হাকিয়ে ভালো শুরুর আভাস দেন লিটন দাস। তবে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়ে ফিরে গেছেন। মঈন আলীর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন লিটন। আউট হওয়ার আগে তিনি করেন ৮ বলে ৯ রান। আউট হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনকে নিয়ে চলছে ট্রল।

শহিদুল বাহার নামের একজন ফেসবুকে লিখেন, আবারও লিটন? কোন ধরনের কোটায় লিটন খেলে বুঝিনা! যোগ্য প্লেয়ার বাহির না করতে পারা এটা একটা বড় ব্যর্থতা টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি প্রধানের, তবে এগুলা বলার কেউ নাই।

সোলাইমান হোসেন নামের একজন লিখেন, ৮ বলে ৯ রান করে দলের জন্য আবারও অবদান রাখলেন দাদা।

এরশাদ নামের অপর একজন লিখেন, ইংল্যান্ডের বিপক্ষে ৮ বলে ৯ রান করে আউট হলেন বাংলাদেশের ক্লাসিকাল ব্যাটার লিটন দাস। হায় রে এতো ব্যর্থতার পরেও দলে সুযোগ পাচ্ছেন লিটন দাস এই সব নির্বাচকদের কি করা দরকার।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত