ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পিংকির হাজার রান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১৬:২৯  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০২২, ১৬:৩৮

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পিংকির হাজার রান
ছবি- সংগৃহীত

কমওয়েলথ গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জয়সূচক রানটি আসে দলের ফারজানা হক পিংকির ব্যাট থেকে।

দুই দলের স্কোর যখন সমান, তখন বাউন্ডারি হাকিয়ে দলের জয় নিশ্চিত করেন পিংকি। ৯ বলে ৭ রানের এই অপরাজিত ইনিংসটি খেলার মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে কোনো নির্দিষ্ট ফরম্যাটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। নিজের নামটি লেখান ইতিহাসের পাতায়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক এই টপঅর্ডার ব্যাটারের টি-টোয়েন্টি ক্যারিয়ারে তার মোট রানের সংখ্যা এখন ১ হাজার ৫।

এছাড়া, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৮৪১ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন পিংকি।

বাংলাদেশ জার্নাল/সেফু/পিএল

  • সর্বশেষ
  • পঠিত