ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

টসে হেরে পাওয়ার প্লেতে ঝড় তুললো চট্টগ্রাম

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ১৭:৫৮  
আপডেট :
 ২২ জানুয়ারি ২০২২, ১৮:১২

টসে হেরে পাওয়ার প্লেতে ঝড় তুললো চট্টগ্রাম
ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২২ এর দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মিনিস্টার ঢাকা।

মিরপুরের শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় মুখোমুখি হয় মিনিস্টার ঢাকা আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দুই দলেরই নিজেদের দ্বিতীয় ম্যাচ এটি। নিজেদের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখেনি কোনো দলই। এবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর ঠিক তার পরে টি-টোয়েন্টির উত্তেজনা চড়ানো এক ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৫ উইকেটে হারে তারকায় ঠাসা মিনিস্টার ঢাকা।

দুই দল আজ মাঠে নেমেছে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিতে। এদিকে আজ দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে ২ উইকেটে হারিয়ে নিজেদের বিপিএল যাত্রা শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য একটু গড়বড়ে হতে গিয়েছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। দলীয় ৬ রানেই ওপেনার কেনার লুইসকে প্যাভিলিয়নে ফেরান ঢাকার পেসারত রুবেল হোসেন। তবেঁ তারপর আর তেমন কোনো বিপর্যয় হতে দেননি আরেক ওপেনার উইল জ্যাকস আর তিনে নামা আফিফ হোসেন, উল্টো দুজন মিলে চড়াও হয়েছেন ঢাকার বোলারদের উপর। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের স্কোরম ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫০ রান।

মিনিস্টার ঢাকা: মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, নাইম শেখ, মোহাম্মদ শেহজাদ, জহরুল ইসলাম, শুভাগত হোম, আন্দ্রে রাসেল, আরাফাত সানি, রুবেল হোসেন, ইবাদত হোসেন, ইসরু উদানা

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মেহেদী মিরাজ, কেনার লুইস, শামীম পাটোয়ারী, সাব্বির রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, নাঈম ইসলাম, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত