আইসিসির টি-টোয়েন্টি বর্ষসেরা রিজওয়ান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:৪১ আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:৪৮

২০২১ সালের আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব পেলেন বছর জুড়ে ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে বিগত বছরটা ছিলো যেন শুধুই রিজওয়ানের।
|আরো খবর
গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৯ ম্যাচে ৭৩.৬৬ গড়ে ১৩২৬ রান পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ডও এটি। উইকেটের পেছনেও তার নামের খাতায় ডিসমিসালের সংখ্যা ২৪টি।
রিজওয়ানের সাথে এবার বর্ষসেরা হওয়ার লড়াইয়ে ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ইংল্যান্ডের জস বাটলার আর শ্রীলংকার ওয়ানিন্দু হাসরাঙ্গা। তবে রিজওয়ানের এমন অতিমানবীয় পরিসংখ্যানই অন্যদের থেকে এগিয়ে রেখে তাকে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব এনে দিলো।
বাংলাদেশ জার্নাল/এসএস