ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের যুবারা

  ​স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ১৮:৫১  
আপডেট :
 ২৯ জানুয়ারি ২০২২, ১৮:৫৫

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের যুবারা
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইল ছবি

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৪ তম আসরের চতুর্থ এবং সবশেষ কোয়ার্টার ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ সন্ধ্যা ৭টায় অ্যান্টিগায় হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশ ধুল।

প্রতিশোধ নাকি আধিপত্য বিস্তার কোনটি হতে চলছে এ ম্যাচে.? কেননা সবশেষ দক্ষিন আফ্রিকায় আনুষ্ঠিত ২০২০ বিশ্বকাপে ভারতকেই ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ নেয় বাংলার যুবারা। তবে বাংলাদেশকেও যে সতর্ক থাকতেই হচ্ছে । সবশেষ এশিয়া কাপের সেমিফাইনালে এই ভারতের বিপক্ষে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বাংলাদেশকে।

তাই এ ম্যাচ কে ঘিরে একটু বাড়তি উত্তেজনা কাজ করছে ক্রিকেট প্রেমীদের মনে। ক্যারিবীয় দ্বীপে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নিয়ে পা রাখা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শুরুটা হয় ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় হার দিয়ে। তারপর অবশ্য দারুণ ভাবে ঘুড়ে দাড়ায় টাইগাররা।

কানাডার বিপক্ষে ইফতেখার হোসেনের অপরাজিত ৬১ তে বাংলাদেশ ৮ উইকেটের জয় পায়। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাহফিজুল ইসলামের অপরাজিত ৬৪ রানের ইনিংসে আরব আমিরাতকে হারায় ৯ উইকেটে। তাই বলা যায় বিশ্বকাপ মঞ্চে বেশ আত্মবিশ্বাসী এখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন রাকিবুলরা।

এ ম্যাচের জয়ী দলের জন্য সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষমান রয়েছে তৃতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী অস্ট্রেলিয়া।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: রাকিবুল হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মোহাম্মদ ফাহিম, আরিফুল ইসলাম, মেহেরাব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল।

ভারত অনূর্ধ্ব-১৯ একাদশ: যশ ধুল, অঙ্ক্রিশ রঘুবংশী, হারনুর সিং, শেখ রাশিদ, রাজ বাওয়া, সিদ্ধার্থ যাদব, কৌশল তাম্বে, দীনেশ বানা, রাজবর্ধন হাঞ্জাজেকার, ভিকি ওশয়াল, রবি কুমার।

বাংলাদেশ জার্নাল/সেফু/এসএস

  • সর্বশেষ
  • পঠিত