ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাঘিনীদের

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ০৫:১২

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাঘিনীদের
সংগৃহীত

প্রথম বারের মত এবার বিশ্বকাপ খেলতে নেমেছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের ডুনেডিনে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়েছে।

এখন পর্যন্ত যে ৪২টি ওয়ানডে খেলেছে বাংলাদেশের মেয়েরা, তার মধ্যে ১৭টিই প্রোটিয়াসদের বিপক্ষে। তবে চেনা প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে অতীত স্মৃতি খুব একটা সুখকর নয় নিগারদের। এখন পর্যন্ত ১৭ দেখায় বাংলাদেশের জয় মাত্র দুটিতে। তবে তাদের নিয়ে হোমওয়ার্ক করেই বিশ্বকাপের ম্যাচে নেমেছে বাংলাদেশ।

এছাড়া বিশ্বকাপের মহারণে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ পেয়েছিলো বাংলাদেশ। ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচেই হেরে লড়াইয়ে নামতে হচ্ছে মেয়েদের।

এক নজরে দুই দলের একাদশ

দক্ষিণ আফ্রিকা একাদশ: তাজমিন ব্রিট, লরা ওলভার্ট, লারা গোডাল, সুন লুস (অধিনায়ক), মিগনন ডু প্রেজ, মারিজানে কেপ, ছলে ট্রাওন, তৃষা ছেতি, শাবনিম ইসমাইল, মাসাবাতা ক্লাস ও আয়াবঙ্গা খাকা।

বাংলাদেশ একাদশ: শামীমা সুলতানা, শারমিন আকতার, ফারজানা হক, নিগার ‍সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, মুরশিদা খাতুন, রিতু মনি, সালমা খাতুন, নাহিদা আকতার, ফারিহা তৃষ্ণা ও জাহানার আলম।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত