ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

খালেদকে জরিমানা করলো আইসিসি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ১৫:০৬

খালেদকে জরিমানা করলো আইসিসি
ছবি- আইসিসি

বাংলাদেশি পেসার খালেদ আহমেদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এছাড়া একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে এই টাইগার পেসারের নামের পাশে।

মঙ্গলবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিস্যার পক্ষ থেকে জানানো হয়, পোর্ট এলিজাবেথে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষের ক্রিকেটারের দিকে বল ছুঁড়ে মারেন খালেদ।

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৯৫ তম ওভারের ঘটনা এটি। খালেদের করা ঐ ওভারের পাঁচ নাম্বার বলটিকে ব্যাটসম্যান কাইল ভেরিইন ডিফেন্স করলে তাতে ফিল্ডিং করেন খালেদ নিজেই। বলটি ধরে হঠাৎই স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটসম্যান ভেরিইনের দিকে ছুঁড়ে মারলে বলটি গিয়ে তার গ্লাভসে আঘাত করে।

খালেদ নিজেই ঘটনায় দায় স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। এই ঘটনায় খালেদের বিরুদ্ধে আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ লেভেল-১ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা অনুযায়ীই ম্যাচ ফি থেকে জরিমানার শাস্তি দেয়া হয়েছে খালেদকে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত