ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট পেলেন এমবাপ্পে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১১:৪০

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট পেলেন এমবাপ্পে
ছবি- সংগৃহীত

ফুটবল ছাপিয়ে নির্বাচনের মাঠেও এবার নিজের প্রভাব দেখালেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রোববার (২৪ এপ্রিল) বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার পেয়েছেন ১০ ভোট।

লা এস্তে রিপাবলিকায়ান এর প্রতিবেদনে জানা যায়, ৪০০ জন বাসিন্দার ছোট গ্রাম টেলেনেতে ১০টি ভোট পেয়েছেন এমবাপে। সমর্থকরা নকল ব্যালট বানিয়ে তাতে এমবাপ্পের নাম জুড়ে দেয়।

টেলেনের মেয়র জানান, আমরা দেখলাম এমন একটা (নকল ব্যালট) বেরিয়ে এসেছে, তারপরে দুটি, তারপরে তিনটি.... এটি খুবই ভালোভাবে করা হয়েছে, ঠিক আসল ব্যালটের মতো দেখাচ্ছিল।'

তিনি যোগ করেন, এমবাপ্পের নামটি কলম দিয়েও দ্রুত লেখা হয়নি, বরং কম্পিউটারে টাইপ করা হয়েছিল এবং তারপরেই ছাপানো হয়।

এমানুয়েল ম্যাক্রোঁ টানা দ্বিতীয় বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট এমবাপ্পেকে প্যারিস সেন্ট জার্মেইতে রেখে দেয়ার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।

ম্যাক্রোঁ বলেন, লিগ ওয়ান এবং পিএসজিতে তাকে (এমবাপ্পে) রাখার জন্য আমাদের অবশ্যই লড়াই করতে হবে। কারণ সে একজন দুর্দান্ত খেলোয়াড়। ফ্রান্সে তাকে দেখতে পারাটা আনন্দের।'

এবার সেই এমবাপ্পেকেই রোববারের নির্বাচনে ম্যাক্রোঁর মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী বানিয়ে ভোট দিয়েছেন কয়েকজন সমর্থক।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত