ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই জোড়া আঘাত সাকিবের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২২, ১২:৫৫  
আপডেট :
 ১৬ মে ২০২২, ১৩:০০

দ্বিতীয় সেশনের প্রথম ওভারেই জোড়া আঘাত সাকিবের
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকে যেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যানকে উইকেট থেকে টলাতেই পারতেছিলেন না বাংলাদেশের কোনো বোলার। প্রথম সেশনের শেষের দিকে এসে এক ওভারেই নাঈম হাসানের জোড়া আঘাতে সেই গেরো কাটে বাংলাদেশের। এরপর দ্বিতীয় সেশনের শুরুতেই আবারও লঙ্কান শিবিরে জোড়া আঘাত। এবার আঘাতটা হেনেছেন সেশন শুরুর ওভারেই ভয়ংকর হয়ে ওঠা সাকিব আল হাসান।

দ্বিতীয় সেশনের শুরুর ওভারের দ্বিতীয় বলেই সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে যান ৮ বলে ১ রান করা নিরোশান ডিকওয়েলা। পরের বলেই আবারও লেগ বিফোরের ফাঁদে ফেলে নতুন ব্যাটসম্যান লাসিথ এম্বুলদানিয়াকেও শূণ্য রানেই সাজঘরে ফেরান সাকিব। হ্যাট্ট্রিকের সম্ভাবনে জাগালেও ওভারের চতুর্থ বলটি দেখেশুনে খেলে সেটি আর হতে দেননি বিশ্ব ফার্নান্দো। সাকিবের টানা দুই উইকেটে ৩২৮ রানে ৮ উইকেট হারায় সফরকারীরা।

শ্রীলঙ্কার হয়ে ক্রিজের আরেক পাশে অপ্রতিরোধ্যভাবে লড়ে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। টাইগার বোলারদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ১৫০ রান তুলে ফেলেছেন নিজের নামের পাশে।

এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন যেখানে শেষ করেছিল, দ্বিতীয় দিনেও যেন ঠিক সেখান থেকেই শুরু করেছিলো শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউস আর দিনেশ চান্দিমাল যেন বরফের মতো জমে গিয়েছিলেন উইকেটে। অবশেষে সেই জুটি ভাঙেন নাঈম হাসান। ফিফটি পার করে ফেলা চান্দিমালকে ফিরিয়েছেন লেগ বিফোরের ফাঁদে ফেলে। একই ওভারে চার বলের ব্যবধানে বোল্ড করেছেন নতুন ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলাকে।

আজ দিনের প্রথম সেশনে নাঈমের জোড়া আঘাতের পর ছুটে যাওয়া লাগাম আবার নিজেদের হাতে আনার আশা টাইগারদের। প্রথম সেশনের ২৬ ওভার খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। আগের দিনের প্রথম সেশনের মতো আজ নাঈমের ঘূর্ণিতেই স্বস্তির দেখা পেয়েছে বাংলাদেশ।

সাগরিকায় দিনের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকা আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ম্যাথিউস আর চান্দিমাল মিলে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলো সফরকারীদের। এদিন প্রথম ঘন্টায় বাংলাদেশের বোলারদের কোনো সুযোগ না দিয়েই রানের চাকা সচল রেখেছিলেন আগেরদিনের সেঞ্চুরিয়ান ম্যাথিউস। ক্রিজের আরেক পাশে আগেরদিন ৩৪ রানে অপরাজিত থাকা চান্দিমাল তুলে নেন নিজের ফিফটি।

দুজনের ১৩৬ রানের জুটি ভাঙেন নাঈম হাসান। ১১৪ তম ওভারের প্রথম বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন চান্দিমালকে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ফেরার আগে খেলেছেন ১৪৮ বলে ৬৬ রানের ইনিংস। চান্দিমালের বিদায়ের পর ক্রিজে আসা ডিকওয়েলাকে ফিরিয়েছেন ওই ওভারেরই পঞ্চম বলে ক্লিন বোল্ড করে। দ্বিতীয় দিনের শুরুর লাগামটা লঙ্কানরা নিজেদের হাতে রাখলেও নাঈমের জোড়া আঘাতে মধ্যহ্নভোজের আগে বেশ বড় একটা ধাক্কাই লেগেছে সেই পালে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত