ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

পালছেড়া তরীকে একাই টানছেন মুশফিক

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২২, ১৩:০১  
আপডেট :
 ২৪ মে ২০২২, ১৬:৫০

পালছেড়া তরীকে একাই টানছেন মুশফিক
ছবি- ইএসপিএন ক্রিকইনফো

মিরপুরে দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাতে বাংলাদেশকে চাপে ফেলেন লঙ্কান পেসার কাসুন রাজিথা। এক ওভারের ভেতরেই আগেরদিনের সেঞ্চুরিয়ান লিটন আর মোসাদ্দেককে ফিরিয়ে বাংলাদেশের বড় রানের স্বপ্নকে মাটি চাপা দিতে চেয়েছিল লঙ্কা বাহিনী। তবে ক্রিজের ওপর প্রান্তে তখনও মাটি কামড়ে পড়ে আছেন মুশফিক।

এক ওভারেই লিটন-মোসাদ্দেককে হারানোর চাপটা মুশফিক প্রাথমিকভাবে সামাল দিয়েছেন তাইজুল ইসলামকে নিয়ে। তাইজুলের সাথে ৪৯ রানের জুটি গড়ে দলকে পার করান তিনশ রানের কৌটা। নিজেও তুলে নেন সাদা পোশাকে নিজের পঞ্চম দেড়শ রানের মাইলফলক।

দলীয় ৩৪৯ রানে আউট হয়ে যান তাইজুল। নিজের রানের খাতা খোলার আগেই পরের ওভারেই আউট খালেদ আহমেদও। হাতে আছে শেষ উইকেট। ক্রিজে এসেছেন এবাদত হোসেন। লাঞ্চের আগেই যেকোনো মুহুর্তে গুটিয়ে যেতে পারে বাংলাদেশ এমন পরিস্থিতিতে আবারও লঙ্কান বোলারদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছেন মুশফিক।

ধৈর্য্যের চরম পরীক্ষা দিয়ে উইকেটের এক প্রান্ত আগলে রেখে শেষ ব্যাটসম্যান এবাদত হোসেনকে নিয়েই সংরাম করে যাচ্ছেন দলীয় সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে। ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে ১৭১ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন মুশফিক। সাথে বাংলাদেশের আশা দলীয় চারশ ছাড়ানো।

মিরপুরের হোম অব ক্রিকেটে দ্বিতীয় দিন লাঞ্চের আগে টাইগারদের সংগ্রহ ৯ উইকেটে ৩৬১ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনের ২৮ ওভারে এসেছে ৮৪ রান, যা তুলতে বাংলাদেশের খরচ হয়েছে ৪ উইকেট। মুশফিককে সঙ্গ দিয়ে ১৬ বলে ০ রান নিয়ে ক্রিজে আছেন এবাদত।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত