ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

প্যারিসে লিভারপুল ভক্তদের চাপ, দুই দফা পিছিয়ে ফাইনালের কিক-অফ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২২, ০১:০২  
আপডেট :
 ২৯ মে ২০২২, ০১:৩০

প্যারিসে লিভারপুল ভক্তদের চাপ, দুই দফা পিছিয়ে ফাইনালের কিক-অফ
ছবি- ফেসবুক

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিভারপুলের মহারণ। স্তাদে দ্য ফ্রান্সের গ্যালারিতে বসে অলরেডদের হয়ে গলা ফাটাতে প্যারিসে এসে হাজির অর্ধলক্ষাধিকেরও বেশি লিভারপুল ভক্ত। ফ্লাইট যাত্রা, বাস যাত্রা বাতিলের পরও নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে প্যারিসে এসে পৌঁছেছেন সালাহ-মানেদের দলের টুয়েলভ ম্যানরা।

প্যারিসে পৌঁছেও এবার মাঠে ঢোকা নিয়ে তারা পড়েছেন বিপাকে। প্যারিসের স্টেডিয়াম কর্তৃপক্ষও এতো দর্শকের চাপ সামলাতে ব্যর্থ। শেষমেশ ফানালের কিক-অফ দুই দফা পিছিয়ে ১ টা ৩৬ মিনিটে নিয়ে যেতে বাধ্য হয়েছে উয়েফা।

বাংলাদেশ সময় রাত ১টায় লিভারপুল ও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে লিভারপুল সমর্থকদের মাঠে ঢোকা নিয়ে জটিলতায় ইতোমধ্যেই দুই দফা পেছানো হয়েছে কিক-অফের নির্ধারিত সময়। প্রথমে ১৫ মিনিট পিছিয়ে ১ টা ১৫ মিনিটে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে তা আবার পিছিয়ে ১ টা ৩৬ মিনিটে নেয়া হয়।

উয়েফা প্রথমে বিবৃতি দিয়ে সমর্থকদের মাঠে ঢোকায় দেরির কথা বলেছিল। পরে তারাই আবার বিবৃতি বদলে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ফাইনাল ম্যাচ শুরু হতে দেরি হবে।

এদিকে দুই দফায় সময় পেছানো হলেও সেই সময়েও এই ম্যাচ শুরু করা যাবে কি না, তা নিয়েও ব্যাপক সংশয় দেখা দিয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত