ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

কেমন একাদশ নিয়ে মাঠে নামলো রিয়াল-লিভারপুল?

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২২, ০১:৪৩  
আপডেট :
 ২৯ মে ২০২২, ০২:১৬

কেমন একাদশ নিয়ে মাঠে নামলো রিয়াল-লিভারপুল?
ছবি- সংগৃহীত

প্যারিসের স্তাদে দ্যা ফ্রান্সে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি ইংলিশ জায়ান্ট লিভারপুল আর স্প্যানিশ রাজা রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা নিয়ে জল্পনা-কল্পনা ছিল দুই দলের সমর্থকদের মধ্যেই। তবে লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ আর রিয়াল মাস্টার কার্লো আনচেলত্তির কেউই খুব একটা চমক একটা রাখেনি অবশ্য নিজেদের দলে।

কিছুটা চমক বলতে লিভারপুলের মিডফিল্ডের দুই ভরসার প্রতীক থিয়াগো আলকান্তারা আর ফ্যাবিনহোর একাদশে থাকাটাই। ইঞ্জুরির কারণে মিডফিল্ডের দুই বড় ভরসাকে একাদশের বাইরে রাখার সম্ভাবনা ছিল। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে সেই রিস্কে নিশ্চয় যেতে চাননি ক্লপ। দুজনকে নিয়েই রিয়ালের বিপক্ষে সাজিয়েছেন অলরেডদের একাদশ।

লিভারপুলের রক্ষণে ভার্জিল ভ্যান ডাইকের সঙ্গী হিসেবে সেন্টারব্যাকে থাকছেন প্যারিসেই জন্ম নেয়া ইব্রাহিমা কোনাতে। আক্রমণের দুইম কান্ডারি মোহাম্মদ সালাহ আর সাদিও মানের সঙ্গে আছেন লুইস ডিয়াজ।

৪-৩-৩ ছকে খেলা লিভারপুলের মিডফিল্ডে থিয়াগো আর ফ্যাবিনহোর সঙ্গী দলের অধিনায়ক জর্ডান হেন্ডারসন।

মাদ্রিদের একাদশে সেমিফাইনালের নায়ক রদ্রিগো বাদে আর কোনো পরিবর্তন নেই। এবারের চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বের প্রতি ম্যাচেই সাব হিসেবে খেলেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তো সাব হিসেবে নেমেই প্রত্যাবর্তনের গল্প লিখে দলকে তুলেছেন ফাইনালেও। শিরোপার এই মহারণেও আনচেলত্তি তাকে সুপার সাব হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা করতেই পারেন।

লিভারপুল একাদশ: অ্যালিসন বেকার, আলেক্সান্ডার-আর্নল্ড, ইব্রাহিম কোনাতে, ভার্জিল ভ্যান ডাইক, অ্যান্ডি রবার্টসন, ফ্যাবিনহো, জর্ডান হেন্ডারসন, থিয়াগো আলকান্তারা, লুইস ডিয়াজ, মোহাম্মদ সালাহ, সাদিও মানে

সাবস্টিটিউট: জেমস মিলনার, নাবি কেইটা, রবার্তো ফিরমিনো, গোমেজ, অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন, ফিল জোন্স, তাকুমি মিনামিনো, ডিয়েগো জোটা, সিমিকাস, জোয়েল মাতিপ, কেলেহার, এলিয়ট।

রিয়াল মাদ্রিদ একাদশ: থিবো কোর্তোয়া, দানি কারভাহাল, এডার মিলিতাও, ফারল্যান্ড মেন্ডি, আলাবা, কাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র, করিম বেনজেমা।

সাবস্টিটিউট: নাচো মনরিয়েল, এডেন হ্যাজার্ড, মার্কো অ্যাসেনসিও, মার্সেলো, লুনিন, লুকাস, গ্যারেথ বেল, সেবাল্লোস, রদ্রিগো, ইসকো, মারিয়ানো ডিয়াজ, কামাভিঙ্গা।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত