ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো খেলবে, নিশ্চিত ডমিঙ্গো

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২২, ১৩:১৮

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো খেলবে, নিশ্চিত ডমিঙ্গো
ছবি- সংগৃহীত

উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজের হতাশার পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর আশার কথা জানিয়েছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচই ভেস্তে গেছে বৃষ্টিতে। তবে ব্যাটিংটা করতে পেরেছে বাংলাদেশ। সেখানে খুব বেশি আহামরি কিছু না করলেও একেবারে খারাপ করেনি টাইগার ব্যাটাররা।

বৃষ্টির কবলে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৩ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ১০৫ রা ন সংগ্রহ করে মাহমুদুল্লাহর দল। মাত্র ১৩ ওভারে শতরানের উপরে লক্ষ্য ছুঁড়ে দেয়া খুব একটা খারাপ নয়, তবে টাইগার ব্যাটাররা আরেকটু নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে লক্ষ্যটা দেয়া যেতো আরও বড়।

শুরুটা ভালো করেও হঠাৎ করে ধস নামে বাংলাদেশের ইনিংসে। তবে আজ একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস করেন কোচ রাসেল ডমিঙ্গো।

পরিত্যক্ত ভাবে ম্যাচর সমাপ্তি ঘোষণার পর অনানুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, পরিত্যক্ত ম্যাচে খুব বাজে ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। তবে পরের ম্যাচে ভালো করবে তার দল, নিশ্চিত তিনি।

টাইগার কোচ আরও বলেন, ৪৫ রানে ২ উইকেট ছিল, আমাদের শুরুটা ভালো ছিল। এরপর খুব বাজে ক্রিকেট খেলেছি। তবে আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা ভালো করব। ছেলেদের লম্বা ফেরি যাত্রা করতে হয়েছে, শুক্রবার কোনো অনুশীলন করা সম্ভব হয়নি। আজকের খেলাও পরিত্যক্ত হয়ে গেল। তবু ১৩ ওভারের মতো খেলার সুযোগ পেলাম আমরা। আমি নিশ্চিত পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দেখা যাবে।

প্রথম ম্যাচের দুর্বলতাগুলো কাটিয়ে আজ রাত সাড়ে ১১টার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলেই আশা করেন ডমিঙ্গো, দ্বিতীয় ম্যাচে আমরা আরও উন্নতি করব। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় কয়েক সপ্তাহ পর খেলতে নেমেছে। মাহমুদউল্লাহ, আফিফ দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেললো। যেটা কয়েক মাস হয়ে গেছে। তো তারা আরও ভালো করবে।

এদিকে এক ইনিংস খেলা হলেও ম্যাচ পরিত্যক্ত হওয়াটাকে একেবারেই আদর্শ হিসেবে দেখছেন না ডমিঙ্গো, যা হলো (পরিত্যক্ত) সেটি আদর্শ নয়। তবে এটি দুই দলের জন্যই সমান। দুই দলকেই এটির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা আগে বল করলে ভালো হতো। কিন্তু টস হেরে গিয়েছিলাম। এটি খেলারই অংশ।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত