ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

সাকিবের অনন্য অর্জন

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ১৫:০৬  
আপডেট :
 ০৪ জুলাই ২০২২, ১৫:২৬

সাকিবের অনন্য অর্জন
ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামা ক্যারিবীয়দের ২৬ রানে দুই উইকেট তুলে নিয়ে আশা জাগালেও পরে বোলারদের সামনে দেয়াল হয়ে দাড়ান ওপেনার ব্যান্ডন কিং।

ব্যক্তিগত ৫৭ রানে কিংকে শরীফুল ফেরালেও রানের চাকা সচল রাখেন পাওয়েল। ২৮ বলে অপরাজিত ৬১ রানের দানবীয় ইনিংস খেলেন এই ব্যাটার। ফলে ২০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৯৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানেই দুই ওপেনার বিজয় এবং লিটনের উইকেট হারিয়ে চাপে পরে বাংলাদেশ। ওয়ান ডাউনে নেমে দলের হাল ধরেন সাকিব। তবে বাকিরা থাকেন আসা যাওয়ার মিছিলে। মাহমুদউল্লাহ সাকিবকে সঙ্গ দিলেও ফেরেন মাত্র ১১ রানে।

পরে আফিফের সাথে জুটি গড়েন সাকিব। ৩৪ রানে আফিফ ফিরলেও দলকে এগিয়ে নিতে থাকেন বাহাতি এই অলরাউন্ডার। তুলে নেন দশম অর্ধশত। মোসাদ্দেক করেন ১৫ রান। ২০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ করতে পারেন ৬ উইকেটে ১৫৮।

সাকিব অপরাজিত থাকেন ৬৮ রানে। এই ম্যাচে রেকর্ডের খাতায় নাম তোলেন সাকিব। টি-টোয়েন্টিতে ২ হাজার রান এবং ১২০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার এখন এই অলরাউন্ডার।

টি-টোয়েন্টিতে সাকিব ছাড়া আরও তিনজনের নামের পাশে একশ’র বেশি উইকেট থাকলেও তাদের কেউই পাঁচশোর বেশি রান করতে পারেননি। ১১১ উইকেটের মালিক টিম সাউদি করেছেন ২৪৯ রান। ১০৯ উইকেটের মালিক রশিদ খানের রান ১৮৭। অবসর নেয়া মালিঙ্গা ১০৭ উইকেটের পাশাপাশি করেন ১৩৬ রান।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত