ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল

ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ১৯:০৮  
আপডেট :
 ০৭ নভেম্বর ২০২২, ১৯:৩৯

ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ
ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টে ভুটানকে ৯-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সোমবার মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ৯-০ গোলে হারিয়ে প্রথম ম্যাচেরই যেন পুনরাবৃত্তি করলো সুরভি আকন্দরা।

প্রথম ম্যাচের মতো আজও দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক করেন সুরভি আকন্দ প্রীতি।

ম্যাচের ১৫ মিনিটেই ভুটানের জালে প্রথম গোল দেন সুরভি। ২২ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন তিনি। ৩২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড।

পঞ্চদশ মিনিটে ভুটানের গোলমুখের আগল খুলে দেন সুরভি। পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্টে অনায়াসে বল জড়িয়ে দেন বাংলাদেশের এই ফরোয়ার্ড।

চলতি আসরে তিন ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিক পেলেন সুরভি। প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে নিজের প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি।

প্রথামার্ধের শেষ দিকে আরও একটি গোল করেন সুরভি। দ্বিতীয়ার্ধে আরো বিধ্বংসী হয়ে উঠে বাংলার মেয়েরা। একের পর এক গোল করতে থাকে ভুটানের জালে। শেষ পর্যন্ত ৯-০ গোলের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ।

সুরভি একাই করেন ৬টি গোল। আগামী শুক্রবার নেপালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ২০১৯ সালে এই প্রতিযোগিতার জয়ী দল।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত