ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নির্মাণশ্রমিকদের জন্য জার্সি নিলামে তুলবে নেদারল্যান্ডস

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ০৫:৪৩

নির্মাণশ্রমিকদের জন্য জার্সি নিলামে তুলবে নেদারল্যান্ডস
নেদারল্যান্ডস ফুটবল দল। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ২২তম আসরের স্বাগতিক কাতারকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। আর এসব অভিযোগের মধ্যে অন্যতম ‘প্রবাসী নির্মাণশ্রমিকদের মানবেতর জীবনযাপন’।

এবার সেসব নির্মাণশ্রমিকদের জন্য নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি) আর্থিক সহায়তার কথা জানিয়েছে। এজন্য নিজেদের ফুটবলারদের জার্সি নিলামে তুলবে নেদারল্যান্ডস। আর সেই অর্থ নির্মাণশ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে।

এক বিবৃতিতে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন এই বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে জানিয়েছে, এ ব্যাপারে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই জার্সির নিলাম অনুষ্ঠিত হবে অনলাইনে। কাতার বিশ্বকাপের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রবাসী শ্রমিকদের বিশাল অবদান, সবাই জানেন।

এ ব্যাপারে নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক বলেছেন, আমরা বিশ্বকাপে প্রতিটি মুহূর্তে নির্মাণশ্রমিকদের স্মরণ করব, কৃতজ্ঞতা জানাব। তারে নির্মাণশ্রমিকদের জীবনমানের উন্নতি এখন সময়ের দাবি, সবার কাছে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই। এবার নেদারল্যান্ডস দল ড্রেসিংরুম থেকেই কিছু একটা করবে।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত