ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

বিপিএলের ড্রাফটে ৭ ক্যাটাগরিতে দেশি ২১৭ ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ০৮:২০

বিপিএলের ড্রাফটে ৭ ক্যাটাগরিতে দেশি ২১৭ ক্রিকেটার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাসে। এজন্য চলতি মাসের ২৩ তারিখে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। যেখানে ৭টি ক্যাটাগরিতে ২১৭ জন দেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিবিসি।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ড্রাফটকে সামনে রেখে দেশি ক্রিকেটারদের এই তালিকা প্রকাশ করেছে। ফ্রাঞ্চাইজিগুলো ইতোমধ্যে একজন করে আইকন ক্রিকেটার দলে টেনেছেন।

এ ক্যাটাগরি: লিটন দাস, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

বি ক্যাটাগরি: মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, ইমরুল কায়েস, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

সি ক্যাটাগরি: রুবেল হোসেন, মুমিনুল হক, নাইম শেখ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিথুন, এনামুল হক বিজয়, সাইফ হাসান, শুভাগত হোম, মুকিদুল ইসলাম মুগ্ধ, এবাদত হোসেন, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, মেহেদি হাসান রানা, নাহিদুল ইসলাম, ইরফান শুকুর, ফজলে মাহমুদ রাব্বি, ইয়াসির আলী, মোহাম্মদ শামিম হাসান, রনি তালুকদার, খালেদ আহমেদ, নাইম হাসান ও জাকির আলী অনিক।

ডি ক্যাটাগরি: অলক কাপালি, আবু জায়েদ রাহী, সোহাগ গাজী, আল আমিন সিনিয়র, শামসুর রহমান, আরাফাত সানি, আবু হায়দার রনি, তৌহিদ হৃদয়, সৈকত আলী, জিয়াউর রহমান, আরিফুল হক, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহিদুল অঙ্কন, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, জাকির হাসান, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, রেজাউর রহমান, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিকী, আকবর আলী, মার্শাল আইয়ুব, নাদিফ চৌধুরী, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, আলাউদ্দিন বাবু, নাইম ইসলাম, শফিকুল ইসলাম ও নাবিল সামাদ।

এছাড়া ই ক্যাটাগরিতে রয়েছেন ৭৪ জন, এফ ক্যাটাগরিতে রয়েছেন ৪০ জন ও জি ক্যাটাগরিতে রয়েছেন ৩১ জন ক্রিকেটার।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত