ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ৫ সম্ভাব্য পরিবর্তন

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ২১:০৩  
আপডেট :
 ২৬ নভেম্বর ২০২২, ২১:১৩

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ৫ সম্ভাব্য পরিবর্তন
আর্জেন্টিনা সম্ভব্য একাদশ । ছবি: ইন্টারনেট

কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে প্রথমার্ধে লিড নিয়েও হারতে হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনাকে। ম্যাচ শেষে একাধিক ফুটবলারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। মেক্সিকোর বিরুদ্ধে ‘ডু অর ডাই’ ম্যাচে মাঠে নামার আগে আলবিসেলেস্তেদের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

আর্জেন্টিনার এক সংবাদ মাধ্যমের দাবি মেক্সিকোর বিরুদ্ধে আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন হতে পারে। বাদের তালিকায় পড়তে পারেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের মতো তারকারা।

এছাড়া আর্জেন্টিনার ডিফেন্স লাইনে আমূল পরিবর্তন করতে পারেন কোচ লিওনেল স্কালোনি। বাদ পড়তে পারেন ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা ও নিকোলাস ট্যাগলিয়াফিকো। সেই জায়গায় আসতে পারেন লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়েল, মার্কোস অ্যাকুনা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

গোলকিপার- এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা। এছাড়া মিডফিল্ডার রদ্রিগো ডিপল, গুইদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ এবং স্ট্রাইকার অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, লিওনেল মেসি।

উল্লেখ্য, পরিসংখ্যান বা ইতিহাস কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে দুদল। ১৬ বার জিতেছে আর্জেন্টিনা। মেক্সিকোর জয় ৫টি, বাকি ১৪টি ম্যাচ ড্র হয়েছে। এছাড়া বিশ্বকাপ মঞ্চে তিন দেখায় জয় পেয়েছে আর্জেন্টিনা।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত