‘ডু অর ডাই’ ম্যাচে আর্জেন্টিনা একাদশে ৫ পরিবর্তন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ০০:৫৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে বড় ধাক্কা খায় লিওনেল মেসির আর্জেন্টিনা। আর তাই, শেষ ষোলোয় লড়াইয়ে টিকে থাকতে মেক্সিকোর বিপক্ষে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার। ‘ডু অর ডাই’ ম্যাচে একাদশে ৫ পরিবর্তন নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-মেক্সিকো।
পরিসংখ্যান বা ইতিহাস কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। এখন পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে দুদল। ১৬ বার জিতেছে আর্জেন্টিনা। মেক্সিকোর জয় ৫টি, বাকি ১৪টি ম্যাচ ড্র হয়েছে। এছাড়া বিশ্বকাপ মঞ্চে তিন দেখায় জয় পেয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা শুরুর একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মার্কস আকুনা, মন্টিয়েল, ডি পল, গুইদো রদ্রিগেজ, ম্যাক অ্যালিস্টার, ডি মারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
মেক্সিকো শুরুর একাদশ
ওচোয়া (গোলরক্ষক), মোরেনো, মন্টেস, আরোহো, আলভারেজ, হেরেরা, গুয়াদার্দো, শাভেজ, গাল্লার্দো, ভেগা ও লোজানো।