ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সুইসদের বিপক্ষে ব্রাজিল একাদশে ২ পরিবর্তন

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ২১:৫৪

সুইসদের বিপক্ষে ব্রাজিল একাদশে ২ পরিবর্তন
সুইসদের বিপক্ষে ব্রাজিল একাদশে ২ পরিবর্তন । ছবি: ইন্টারনেট

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয় ব্রাজিল। তবে ম্যাচ শেষে ব্রাজিল শিবিরে শুনতে হয় বড় দুঃসংবাদ। ইনজুরির জন্য ছিটকে যান নেইমার ও গেছেন দানিলো। দলের অন্যতম দুই সেরা তারকা চোটে পড়ায় আজকের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন ব্রাজিলের কোচ তিতে।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছে ম্যাচটি।

ব্রাজিল সার্বিয়ার বিপক্ষে যেমন প্রথম ম্যাচে জিতেছে, সুইজারল্যান্ডও জিতেছে ক্যামেরুনের বিপক্ষে (১-০)। দুই দলের সামনেই তাই নকআউটে এক পা রাখার হাতছানি আজ।

ব্রাজিল তাদের একাদশে এনেছে দুটি পরিবর্তন। নেইমার ও দানিলোর পরিবর্তে সুযোগ পেয়েছেন মিলিতাও ও ফ্রেড। রিয়াল তারকা রড্রিগোর একাদশে নামার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত বেঞ্চে বসেই ম্যাচ শুরু করতে হবে তাকে।

ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিল এগিয়ে থাকলেও বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারাতে পারেনি তারা। বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত দুইবার সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। দুইটি ম্যাচই শেষ হয় ড্র'তে।

ব্রাজিলের শুরুর একাদশ

আলিসন (গোলরক্ষক), এদের মিলিতাও, মার্কুইনোস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, লুকাস পাকুইতা, ক্যাসেমিরো, ফ্রেড, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

ফরমেশন: ৪-৩-৩

ব্রাজিল কোচ: তিতে।

সুইজারল্যান্ডের শুরুর একাদশ

ইয়ান সমার (গোলরক্ষক), রিকার্ড রদ্রিগেজ, নিকো এলভেদি, ম্যানুয়েল আকাঞ্জি, সিলভান উইডমার, গ্রানিত শাকা, রেমো ফিউলার, ফাবিয়ান রেইডার, ডিজব্রিল শো, রুবেন ভারগাস, ব্রিল এমবোলো।

ফরমেশন: ৪-২-৩-১। সুইজারল্যান্ড কোচ: মুরাত ইয়াকিন।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত