ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

অজিদের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ২২:৩৫  
আপডেট :
 ০৩ ডিসেম্বর ২০২২, ২২:৪৪

অজিদের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
অজিদের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ । ছবি: ইন্টারনেট

কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হবে আর্জেন্টিনা। ‘ডু আর ডাই’ ম্যাচে আর্জেন্টিনা একাদশে হতে পারে একাধিক পরিবর্তন। উরুর সমস্যার কারণে পোল্যান্ডের বিপক্ষে সতর্কতা হিসেবে আর্জেন্টিনার আনহেল দি মারিয়াকে সরিয়ে নেওয়া হয়েছিল। এ ম্যাচে তাকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। বেঞ্চে থেকেই শুরু করতে পারেন তিনি।

এছাড়া আর্জেন্টিনার কোচ প্রতি ম্যাচে একই একাদশ খেলানোর নীতিতে বিশ্বাসী নয়। প্রতিপক্ষ অনুযায়ী একাদশ নির্বাচন করতে পছন্দ করেন স্কালোনি। তবে অজিদের বিপক্ষে স্কালোনির ফরমেশন হতে পারে ৪-৩-১-২।

এখনও পর্যন্ত যা খবর তাতে গোলে এমিলিয়ানো মার্টিনেজের জায়গাপাকা। রক্ষণে নহেল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা।

আর্জেন্টিনার মাঝমাঠে খেলতে পারেন রড্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। পোল্যান্ড ম্যাচেগোল পেয়েছিলেন অ্যালিস্টার।

এছাড়া আক্রমণভাগে লিওনেল মেসি সাথে জুলিয়ান আলভারেজ/লাওতারো মার্টিনেজ, আলেজান্দ্রো গোমেজ/অ্যাঞ্জেল করেয়া।

এদিকে, গ্রুপ পর্বে নিজেদেরে প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। পরে তিউনিশিয়া ও ডেনমার্ককে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে ওঠে তারা।

ফিফা র‌্যাংকিংয়ে ৩ নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সেখানে অস্ট্রেলিয়া আছে ৩৮ নম্বরে। সেই হিসাবে রাউন্ড সিক্সটিনে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছেন আলবিসেলেস্তেরা। মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে আর্জেন্টিনাই। এখনও পর্যন্ত ৭বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে ৫ ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা। একবার জিতেছে অস্ট্রেলিয়া। আর একটি ম্যাচ ড্র হয়েছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

মার্টিনেজ (গোলরক্ষক), মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, আকুনা, ডি পল, এনজো ফার্নান্ডেজ, অ্যালিস্টার, আলভারেজ/মার্টিনেজ, গোমেজ/করেয়া, মেসি।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ

ম্যাথু রিয়ান, আজিজ বেহিচ, কাই রোলস, হ্যারি সাউটার, মিলস ডিজেনেক, অ্যারন ময়, ম্যাথু লেকে, রাইলে ম্যাকগ্রি, জ্যাকসন ইরভিন, ক্রেগ গডউইন ও মিচেল ডিউক।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত