ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

৪ উইকেট হারিয়ে বিপাকে ভারত

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:০৫  
আপডেট :
 ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:০৯

৪ উইকেট হারিয়ে বিপাকে ভারত
বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ। ছবি: সংগৃহীত

ম্যাচের শুরুতেই মিরাজের ঘূর্ণিয়ে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। এরপর সাকিব আল হাসান এক ওভারে দুই উইকেট নিয়ে ধসিয়ে দেয় ভারতের টপ অর্ডার।

ব্যাট করতে নেমে মাত্র ৭ রান করেই আউট হন ভারতীয় ওপেনার ধাওয়ান। ২৩ রানের মাথায় ভারতের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপরে মাঠে নামেন কোহলি। কিন্তু সেও বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি।

ব্যক্তিগত ২৭ রানে আউট হন ভারতের অধিনায়ক। তাকে বোল্ড আউটের ফাঁদে ফেলেন সাকিব। দুই বল পরই ফের সাকিব ম্যাজিক। ভারতের সেরা অস্ত্র কোহলিকে সাজঘরের পথ দেখান সাকিব। লিটনের দারুণ ক্যাচে ফিরে যান কোহলি ৯ রান করে। দুর্দান্ত ক্যাচ লিটনের। হতাশই হলেন কোহলি।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভার ব্যাট করে ১৪২ রান সংগ্রহ করেছে ভারত। হারিয়েছে ৪ উইকেট।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।

ভারতের ওয়ানডে স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, উমরান মালিক মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ ও কুলদীপ সেন।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত