ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৩ মিনিট আগে
শিরোনাম

গোলশূন্য থেকে বিরতিতে ব্রাজিল-ক্রোয়েশিয়া

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ২১:৫৬  
আপডেট :
 ০৯ ডিসেম্বর ২০২২, ২২:০৪

গোলশূন্য থেকে বিরতিতে ব্রাজিল-ক্রোয়েশিয়া
গোলশূন্য থেকে বিরতিতে ব্রাজিল-ক্রোয়েশিয়া । ছবি: ইন্টারনেট

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে গোলশূন্যভাবে শেষ হয়েছে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের প্রথমার্ধ। এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে গুঁড়িয়ে দেওয়া একাদশের ওপরই আস্থা রেখেছিলেন ব্রাজিল কোচ তিতে। তবে প্রথমার্ধে ব্রাজিল তাদের সেই রূপ দেখাতে পারেনি। ছন্দহীন ফুটবল খেলেছে নেইমার-ভিনিসিয়াসরা।

অনেকটাই এলোমেলো ফুটবল খেলেছে ব্রাজিল। অন্যদিকে ক্রোয়েশিয়া বারবার আক্রমণের চেষ্টা করেছে। তবে ব্রাজিলের দুর্ধর্ষ ডিফেন্সের কাছে বড় অসহায় লুকা মদ্রিচরা।

ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচে পজিশন ছিল সমানে-সমান। ব্রাজিল গোলের লক্ষ্যে তিনটি শট নিলেও তা ক্রোয়াট গোলরক্ষককে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি। অন্যদিকে ক্রোয়েশিয়া গোলে শট নিতে না পারলেও তিনটি ভালো সুযোগ তৈরি করেছিল। যা থেকে একটি গোল হওয়ার ভালো সুযোগ ছিল।

ব্রাজিল কোচ তিতে আসরে প্রথমবার অপরিবর্তিত একাদশ নিয়ে খেলাচ্ছেন। ইনজুরির কারণে সার্বিয়ার ম্যাচের একাদশ সুইসদের বিপক্ষে খেলাতে পারেননি তিনি। ক্যামেরুনের বিপক্ষে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলেন। দক্ষিণ কোরিয়া ও ক্রোয়েশিয়া ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছেন তিতে।

ব্রাজিলের একাদশ

অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, মিলিতাও, ক্যাসেমিরো, পাকেতা, নেইমার, রিচার্লিসন, রাফিনহা, ভিনিসিয়াস।

ক্রোয়েশিয়া একাদশ

ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), দেজান লাভরেন, বর্না সসা, গার্দিওল, জুরানোভিচ, কোভাসিচ, লুকা মড্রিচ, ব্রোজোভিচ, ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামরিচ, মারিও প্যাসালিচ।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত