বড় সংগ্রহের পথে ভারত
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ১৪:৩১ | অনলাইন সংস্করণ
ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে টাইগাররা। চট্টগ্রামের জহুল আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট করতে নেমে দুর্দান্ত করছে টিম ইন্ডিয়া।
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নিয়েছেন ওপেনার ইশান কিশান।
প্রতিবেদন লেখার সময় ভারতের স্কোর ৩২ ওভারে ১ উইকেটে ১৮৫ রান। কিশান ১১৮ বলে ১৮৬ ও বিরাট কোহলি ৭৪ বলে ৭০ রানে ব্যাট করছেন। এর আগে, দলীয় ১৫ রানে সাজঘরে ফিরেছেন শিখর ধাওয়ান। ৮ বলে ৩ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হয়েছেন তিনি।
আজ বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে খেলতে না পারা পেসার তাসকিন আহমেদ আছেন আজকের একাদশে। নাজমুল হোসেন শান্তর জায়গায় দলে ঢুকেছেন ইয়াসির আলী রাব্বি।
উল্লেখ্য যে, মিরপুরে প্রথম ওয়ানডেতে ১ উইকেটে ও দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানে জিতে সিরিজে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ জার্নাল/জিকে