ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ২০:৩৯

দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা
ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে কিছুটা কাটছাঁট করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে সুযোগ পেয়েছেন চলয়াম্ন নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা বেশ কয়েকজন। যেখানে মারকুটে ব্যাটার স্বর্না আক্তারও আছেন।

১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তব টাইগ্রেসরা দেশ ছাড়বে ২৩ জানুয়ারি। আইসিসির অধীনে ঢোকার আগে নিজ খরচে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে জ্যোতির দল।

এরপর ৬ ও ৮ ফেব্রুয়ারি যথাক্রমে পাকিস্তান ও ভারতের বিপক্ষে অফিসিয়াল দুইটি ওয়ার্ম ম্যাচ খেলবে বাঘিনীরা। ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মূল মিশন।

বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্না আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।

স্ট্যান্ড বাই

রাবেয়া খান, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত