ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বিপিএলে মাশরাফির ‘১০০’

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:১৪

বিপিএলে মাশরাফির ‘১০০’
সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি । ছবি: সংগৃহীত

বিপিএলের সব কটি আসরেই খেলেছেন ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মুর্তজা। চারবারের চ‌্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি চলতি আসরের নতুন এক মাইলফলক ছুঁয়েছেন। চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০ ম্যাচ খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি।

শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই মাইলফলক ছুঁলেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক।

বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। এরপর এনামুল হক বিজয় ঢুকেছেন এলিট ক্লাবে। ইমরুল কায়েস শনিবার দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের শততম ম্যাচ খেলেছেন।

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি ৯৯ ম্যাচে ৯৪টিতে খেলেছেন অধিনায়ক হিসেবে। যেখানে সবচেয়ে সফল তিনিই। এর মধ্যে ৬০ ম্যাচ জিতেছেন। হেরেছেন ৩৪ ম্যাচ। জয়ের শতাংশ ৬৩.৮২। অধিনায়ক হিসেবে সফল হওয়ার পাশাপাশি বোলার মাশরাফিও বেশ সফল। ৯৬ ইনিংসে ৯৬ উইকেট পেয়েছেন। সেরা বোলিং ১১ রানে ৪ উইকেট। উইকেট সংখ‌্যায় তার চেয়ে এগিয়ে আছেন কেবল রুবেল হোসেন (৯৭) ও সাকিব আল হাসান (১২৬)।

বিপিএলে মাশরাফির আরও একটি রেকর্ড অনন্য। ঢাকা গ্ল‌্যাডিয়েটর্সের হয়ে পরপর দুই মৌসুম শিরোপা জেতার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সকে চ‌্যাম্পিয়ন করেছেন।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত