ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বিশ্বকাপের শেষটা জয়ে রাঙাতে চান জ্যোতি

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০১  
আপডেট :
 ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৭

বিশ্বকাপের শেষটা জয়ে রাঙাতে চান জ্যোতি
বাংলাদেশের নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে এরই মধ্যে শেষ হয়ে গেছে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন। সেই সাথে শেষ সেমিফাইনালের স্বপ্ন। তাই সান্ত্বনাসূচক ম্যাচে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। বাংলাদেশ সময় রাত ১১টায় কেপটাউনে শুরু হবে ম্যাচটি।

প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানেই অন্তত শেষ ম্যাচে জয় চান বলে তিনি জানিয়েছেন।

জ্যোতি বলেন, পারলাম না… এখনও কিন্তু সুযোগ শেষ হয়নি! শেষ একটা ম্যাচ যেহেতু হাতে আছে। দল ভালো করতে পারেনি, সেটা আমরা জানি।

বাংলাদেশের অধিকাংশ খেলোয়াড়ই এ আসরে ভালো করতে পারেনি। তবে কয়েকজন খুব ভালোও খেলেছেন। তাতে ভাগ্য সুপ্রসন্ন হয়নি মেয়েদের।

জ্যোতি বলেন, ব্যক্তিগত পারফরম্যান্স দুয়েকটা থাকলেও কিন্তু ভালো হয়নি, কারণ দল হিসেবে পারফর্ম করতে না পারলে ম্যাচ জেতা একটু কঠিন হয়ে যায়।

পয়েন্ট টেবিলের ‘এ’ গ্রুপে বাংলাদেশ আছে সবার তলানিতে। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও হেরেছে নারী দল।

এই ফরম্যাটের বৈশ্বিক টুর্নামেন্টটিতে বাংলাদেশের নারীরা সর্বশেষ জয় পেয়েছে প্রায় ৯ বছর আগে নিজেদের ঘরের মাঠে। ২০১৪ সালে ঘরের মাঠে সর্বশেষ জয় পাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টানা ১৫ ম্যাচ আর কোনো জয় দেখেনি বাংলাদেশের নারীরা।

বাংলাদেশ জার্নাল/সামি/এমআর

  • সর্বশেষ
  • পঠিত