ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানের বোলিং কোচ উমর গুল

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ২৩:০০

পাকিস্তানের বোলিং কোচ উমর গুল
উমর গুল। ছবি: সংগৃহীত

চলতি মার্চেই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সীমিত ওভারের এ সিরিজকে সামনে রেখে কোচিং প্যানেলই পাল্টে ফেলেছে পিসিবি। এবার সেটা হঠাৎ করেই। অস্থায়ী প্রধান কোচ হিসেবে ইউসুফকে নিয়োগ দেয়ার পরের দিনই সিদ্ধান্ত বদল করেছেন পিসিবিপ্রধান নাজাম শেঠি।

নতুন প্যানেলে আপৎকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রেহমান। আর বোলিং কোচ হিসেবে রয়েছেন উমর গুল। তবে মোহাম্মদ ইউসুফ ও আবদুল মজিদ ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে যথাক্রমে কাজ করে যাবেন।

রেহমান মূলত মৌসুমি কোচ। এক দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়ে যাচ্ছেন। পাকিস্তানের উত্তরাঞ্চলের নামজাদা ও মেধাবী স্কাউটদের একজন তিনি। ঘরোয়া ক্রিকেটে অনেক দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন রেহমান। অতি সম্প্রতি এ ক্রিকেটগুরু যুক্ত ছিলেন সাউদার্ন পাঞ্জাব ও খাইবার পাখতুন টিমে। এখন পিএসএলে সহকারী কোচ হিসেবে কাজ করছেন মুলতান সুলতানসের হয়ে। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলেও কোচিং করিয়েছেন রেহমান। গত নভেম্বরে দেশটির যুবাদের সঙ্গে বাংলাদেশও সফর করে গেছেন।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত