ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

সিরিজ জয়ের লক্ষ্যে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ১৩:৩৯  
আপডেট :
 ২৯ মার্চ ২০২৩, ১৬:৪১

সিরিজ জয়ের লক্ষ্যে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা।

এ দিকে ঘরের মাঠে লিটন-তাসকিনদের সামনে আরও একটি সিরিজ জয়ের হাতছানি। টি-টোয়েন্টিতেও শক্তিশালী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর এবার আয়ারল্যান্ড বধের পালা।

সাগরিকায় আজ আইরিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের স্বাদ পাবে টাইগাররা। তবে দেরিতে হলেও জ্বলে উঠার আশায় রয়েছে আইরিশরা।

সিরিজ নিশ্চিতের ম্যাচে বাংলাদেশ তাদের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি। অন্যদিকে আয়ারল্যান্ড তাদের স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে। ক্রেইগ ইয়াংয়ের জায়গায় দলে ঢুকেছেন ফিউন হ্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড স্কোয়াড

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিউন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দুইশর বেশি সংগ্রহ গড়ে। ৪ বল আগেই বৃষ্টিতে শেষ হয় ইনিংস। এরপর ডাকওয়ার্থ ও লুইস মেথডে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আইরিশরা। শুরুটা দারুণ করলেও হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের তোপে শেষ পর্যন্ত টিকতে পারেনি সফরকারীরা। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছিল স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত