ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

ব্যর্থ টপ অর্ডার, চাপে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩, ১৪:৩১  
আপডেট :
 ৩১ মার্চ ২০২৩, ১৪:৫৬

ব্যর্থ টপ অর্ডার, চাপে বাংলাদেশ
ব্যর্থ টপ অর্ডার, চাপে বাংলাদেশ । ছবি: সংগৃহীত

চট্রগ্রামের সাগরিকায় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। একাদশে দুইটি পরিবর্তন এনেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে অভিষেক লেগ স্পিনার রিশাদ হোসেনের। এছাড়াও দীর্ঘদিন পর জাতীয় দলের একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।

আইরিশদের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই চার মেরে দারুণ শুরুর আভাস দিয়েছিলেন লিটন দাস। কিন্তু পারলেন না সেটিকে টেনে নিতে। দ্বিতীয় ওভারের প্রথম বলেই ড্রেসিং রুমের পথ ধরলেন এই ওপেনার। মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি স্ল্যাশ করতে গিয়ে ডিপ পয়েন্টে জর্জ ডকরেলের হাতে ধরা পড়েন লিটন। ১ চারে ৪ বলে ৫ রান।

তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ, স্কোরবোর্ডে তখন ১৮ রান। হ্যারি টেক্টরের ঝুলিয়ে দেওয়া বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেয়ার আগে নাজমুল হোসেন শান্ত করেছেন ৮ বলে ৪ রান।

শান্তর বিদায়ের পর আরেকটি উইকেট। এবার কার্টিস ক্যাম্ফারের শিকার রনি তালুকদার। ফুললেংথেই ছিল, রনি তুলে মেরেছিলেন। ডিপ মিডউইকেটে ভুল করেননি মার্ক এডেয়ার। রনি থামলেন ১০ বলে ১৪ রান করে। ২৪ রানের মধ্যে ৩ উইকেট নেই বাংলাদেশের।

দ্রুত টপ অর্ডারকে হারিয়ে চাপে বাংলাদেশ। টাইগার কাপ্টেন সাকিব ৫ বলে ৬ আর তৌহিদ হৃদয় ব্যাট করছেন ৭ বলে ১২ রান নিয়ে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে দলীয় ৪১ রান সংগ্রহ করেছে।

প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবারের (৩১ মার্চ) তাই আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশন। আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে টানা পাঁচ ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ। ষষ্ঠ ম্যাচে এসে বাংলাদেশের পক্ষে এসেছে টস ভাগ্য।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি ট্যাক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ম্যাথু হ্যামফ্রিজ, বেন হোয়াইট।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত