ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

হাসানের জোড়া আঘাত, চাপে আয়ারল‍্যান্ড

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১২ মে ২০২৩, ১৮:৩৯  
আপডেট :
 ১২ মে ২০২৩, ১৮:৫৩

হাসানের জোড়া আঘাত, চাপে আয়ারল‍্যান্ড
আইরিশ শিবিরে হাসান মাহমুদের জোড়া আঘাত । ছবি: ইএসপিএন

ইংল্যান্ডের চেমসফোর্ডে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে হাসান মাহমুদের জোড়া আঘাতে চাপে আয়ারল্যান্ড, শুরুতেই উজ্জীবিত বাংলাদেশ। নিজের চতুর্থ ওভারে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন হাসান মাহমুদ। পল স্টার্লিংয়ের পর বিদায় করলেন আয়ারল্যান্ডের আরেক ওপেনার স্টিভেন ডোহেনিকে।

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আগে বোলিং করতে এসে শুরুতেই টাইগার অধিনায়ক বল হাতে তুলে দেন হাসন মাহামুদের হাতে। টাইগার পেসার অবশ্য তার আস্তার প্রমান দেন।

প্রথম ওভারের পঞ্চম বলেই ব্রেকথ্রু এনে দেন এই পেসার। হাসানের অফ স্টাম্পের বাইরে পড়ে ইনসুইং ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন স্টার্লিং। বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা মুশফিকের হাতে। বাম দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন টাইগার উইকেটরক্ষক।

তবে তার উইকেটের আবেদন সাড়া দেননি আম্পায়ার। এরপর মুশফিকের কাছ থেকে নিশ্চয়তা পেয়ে রিভিউ নেন টাইগার অধিনায়ক। রিপ্লেতে দেখা যায়, ব্যাট ছুঁয়েই গেছে বল। ফলে বদলাতে হয় সিদ্ধান্ত। শূন্য রানে সাজঘরে ফেরেন স্টার্লিং।

এরপর, সপ্তম ওভারে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি করেন হাসান। কিছুটা দূর থেকে ব্যাকফুট পাঞ্চ করার চেষ্টা করেন ডোহেনি। কিন্তু বল চলে যায় সোজা পয়েন্টে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের হাতে।

২ চারে ২১ বলে ১২ রান করেছেন ডোহেনি। ক্রিজে অ‍্যান্ড্রু বালবার্নির ব্যাটিং করছেন ৭ রান নিয়ে সঙ্গী হ্যারি টেক্টরের ৬ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইরিশদের ৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ ২৬ রান।

আর পড়ুন: টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, কার্টেল ওভারে ম্যাচ

চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডও অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে।

বৃষ্টির কারণে খেলা হবে ৪৫ ওভারে। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বোলিং করতে পারবেন।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত