ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

আয়ারল্যান্ডের বোলিং তোপে ২৭৪ রানে থামল টাইগাররা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৩, ১৯:৩৯

আয়ারল্যান্ডের বোলিং তোপে ২৭৪ রানে থামল টাইগাররা
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস ভাগ্য ছিল না বাংলাদেশের পক্ষে। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। অভিষিক্ত ওপেনার রনি তালুকদার প্যাভিলিয়নে ফেরেন দ্রুতই। যদিও অধিনায়ক তামিম ইকবাল একপ্রান্ত আগলে রেখে তুলে নেন ক্যারিয়ারের ৫৬তম হাফ সেঞ্চুরি। তাতেই ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

তামিম ইকবাল প্রান্ত আগলে রেখে তামিম ইকবাল ৬৯ রান করেন। তার ৮২ বলের ইনিংসে ছিল ৬ চার। তার সঙ্গে জুটি গড়া নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা ভালো শুরু করেও বড় করতে পারেননি ইনিংস। দুইজনই ফিরেছেন ৩৫ রান করে।

তামিমের বিদায়ের পর দলে রান বাড়ানোর দায়িত্ব ওঠে মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজের কাঁধে। লেগ বিফোরের ফাঁদে পড়ে মুশফিক আউট হন ৪৫ রানে। তার বিদায়ের পর মিরাজ ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাটে আসে ৩৭ রান।

আয়ারল্যান্ডের হয়ে পেসার মার্ক অ্যাডায়ার নেন ৪ উইকেট। ৪০ রানে খরচ করেন তিনি।এ ছাড়াও দুইটি করে উইকেট নেন অ্যান্ডি ম্যাকব্রেইন ও জর্জ ডকরেল।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত